গাইবান্ধাসংগঠন সংবাদ

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মো. অলিউর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলার কমিটির সদস্যরা।
গত ১৩ ফেব্রুয়ারি (রবিবার) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিটিএফ সদস্যরা নবাগত জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান। এসসয় জেলা প্রশাসককে এনসিটিএফ এর জেলা পর্যায়ে কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়, এনসিটিএফ এর সহায়িকা ও কার্যক্রমের তথ্য ফাইল প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসক একে একে সকল সদস্যগণের সাথে পরিচিত হন। এসময় তিনি এনসিটিএফকে উপজেলা পর্যায়েও কাজ করার গুরুত্বারোপ করেন। এনসিটিএফ এর কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান ও শিশুদের সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, নেজারত ডেপুটি কালেক্টর এস.এম. ফয়েজ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, এনসিটিএফ এর সাধারণ সম্পাদক তাওফিক ওমর হিমন, সহ-সভাপতি সৈয়দা সামিয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান লামিয়া, শিশু গবেষক মহিউল ইসলাম, শিশু সাংবাদিক আনাস আহমেদ, সাফা মারিয়া অর্পা, চাইল্ড পার্লামেন্ট সদস্য মাহিয়া তাওফিকা, কার্যনির্বাহী সদস্য আসফিকুর রহমান আসিফ, আহসান হাবীব রিফাত, নিশাত সানসাবিল, এনসিটিএফ এর সাবেক সভাপতি মো. মেহেদী হাসান প্রমুখ।

Back to top button