গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধার তুলসীঘাটে ৪ দিনের বইমেলা শুরু

গাইবান্ধার তুলসীঘাট মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী বই মেলা। মেলা শেষ হবে ১২ মার্চ।

বৃহস্পতিবার (৯ মার্চ) আমেরিকা প্রবাসী কবি বিমল সরকারের উদ্যোগে বিকেল থেকে গ্লোবাল ভিলেজ বইমেলা শুরু হয়েছে। মেলায় আয়োজন করেছে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার।

মেলাটি উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহার-উল মান্নান। মেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সৃজনশীল সাহিত্য স্ট্যান্ডিং কমিটি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সদস্য সচিব মো. গফুর হোসেন, প্রবীণ সাংবাদিক সাহিত্যিক গোবিন্দলাল দাস, ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান, চেয়ারম্যান মশিউর রহমান সরকার মিঠুল, আবু আউয়াল রিজু প্রমুখ।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ বিভিন্ন প্রকাশনি সংস্থার ৪০টি স্টল স্থান পেয়েছে। মেলা মঞ্চে ও প্রাঙ্গণে প্রতিদিন মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, গান, কবিতা পাঠ ও আবৃত্তি, নৃত্য, নাটিকা এবং আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়াও মেলায় কবি বিমল সরকারের ৯ম কবিতার বই ‘নিজের মুখোমুখির মোড়ক উন্মোচন করা হয়।

অধ্যাপক জহুরুল কাইয়ুম বলেন, গত দুই বছর থেকে বইমেলার আয়োজন করা হয়। অন্যান্য বছরের মতো এ বছরও দেশের বরেণ্য কবি, সাহিত্যিক ও সাহিত্যমোদীরা বইমেলায় অংশ নিচ্ছে।

Back to top button