গাইবান্ধায় ২৫ জন দরিদ্র ব্যক্তি পেল অটোভ্যান

গাইবান্ধা সদর উপজেলার ২৫ জন দরিদ্র ব্যক্তির মাঝে বিনামূল্যে অটোভ্যান প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অটোভ্যান বিতরণ করা হয়।
বুধবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. শরিফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অটোভ্যান বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
হুইপ গিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০০৯ সাল থেকে বেকারদের বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি বেকারত্বমুক্ত দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও তিনি সুবিধাভোগীদের প্রতি আহবান জানান, যাতে অটোভ্যানের যথাযথ যত্ন নেওয়া যায়, যাতে ভ্যানের বিপরীতে ভাল রিটার্ন পাওয়া যায়, যেগুলিতে মানুষ পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের সুবিধা রয়েছে।