গাইবান্ধাগাইবান্ধা সদর

গাইবান্ধায় ষষ্ঠ জাতীয় হাঁটাহাঁটি দিবস পালিত

সুস্থ রাখতে দেহ যন্ত্র, হাঁটাই হোক মূলমন্ত্র এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ওয়াকিং ক্লাব গাইবান্ধা শাখার আয়োজনে ষষ্ঠ জাতীয় হাঁটাহাঁটি দিবস পালিত হয়েছে।

৮ জানুয়ারি ২০২২ শনিবার ষষ্ঠ জাতীয় হাটাহাটি দিবস উপলক্ষে একটি র্যালি গাইবান্ধার আসাদুজ্জামান মার্কেটের সামন থেকে বের হয়ে গাইবান্ধা পৌরপার্ক চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াকিং ক্লাব গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক দ্বীপ সাহা, জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মেহেদী হাসান আলোকিত মালিবাড়ী সদস্য হারুন ও বাংলাদেশ ওয়াকিং ক্লাবের সদস্য রেজওয়ান, সুইট,উজ্জল প্রমুখ।

এসময় বাংলাদেশ ওয়াকিং ক্লাব গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন- দেহ যন্ত্রকে সচল রাখতে হাঁটার কোনো বিকল্প নেই, তাই দেহ যন্ত্র ও মনকে ভালো রাখতে অবশ্যই বেশি করে নিয়মিত হাঁটাহাটি করতে হবে।

Back to top button