গাইবান্ধাগাইবান্ধা সদর
গাইবান্ধায় বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধায় নানা আয়োজনে গতকাল শুক্রবার প্রথম আলো বন্ধুসভার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে গাইবান্ধা বইঘর পাঠাগার মিলনায়তনে কেক কাটা হয়।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মিল্লাত হোসাইন। গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাক মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, গাইবান্ধা বন্ধুসভার সহ-সভাপতি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক অন্তর কুমার, সদস্য শিউলী আক্তার, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ।
বক্তারা মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে গানের আড্ডার আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন জিয়াউর রহমান ও বন্ধুসভার সদস্যরা।