গাইবান্ধাসুন্দরগঞ্জ

ওয়াশরুমে বঙ্গবন্ধুর ছবি, সাংবাদিক দেখে সরালেন দফতরি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি টাঙিয়ে তাকে অবমাননা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ওই স্কুলে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত একটি ছোট কক্ষকে ওয়াশরুম করা হয়েছে। আর সেই ওয়াশরুমের দেয়ালে টাঙানো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সাংবাদিকদের ছবি তোলা দেখে তাড়াহুড়া করে বিদ্যালয়ের দফতরি ছবিটি সরিয়ে অন্য কক্ষে নিয়ে যান।

বিদ্যালয়ের দফতরি মো. বাবু মিয়া বলেন, স্কুলের প্রধান শিক্ষক তাকে ছবিটি রাখতে বলেছেন। করোনার কারণে স্কুল বন্ধ ছিল। এ কারণে ছবিটি আর সরানো হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ মুঠোফোনে জানান, ওই কক্ষটি আগে শ্রেণিকক্ষ ছিল। ছয় মাস আগে কক্ষটিকে ওয়াশরুম করা হয়। বঙ্গবন্ধুর ছবিটি ওই কক্ষে টাঙানো ছিল। কিন্তু করোনার সময় স্কুল বন্ধ থাকায় ছবিটি সরানো হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, এটি এক ধরনের অবহেলা। ঘটনা সত্যি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুত্র: ঢাকা পোষ্ট

Back to top button