এ্যাড.স্মৃতির এমপির পক্ষে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

করোনা ভাইরাস কোভিড ১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নির্দেশে সারাদেশের ন্যায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষ থেকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
আজ ৯ আগস্ট সোমবার সকালে এ অক্সিজেন সিলিন্ডার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ আনিছুর রহমান হাতে তুলে দেন মাননীয় সংসদ সদস্যর স্বামী বিশিষ্ট ব্যাবসায়ী মাহবুর রহমান নাসিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন, ওসি তদন্ত মতিউর রহমান, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, যুগ্ন-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, অন্যতম সদস্য রফিকুল ইসলাম সাংবাদিক, সদস্য ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডল,শেখ রানাসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।