গাইবান্ধাগাইবান্ধা সদর

‘ইভিএমে গ্রহণযোগ্য নির্বাচন হবে’ -ইসি কবিতা খানম

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ইভিএম এর মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং জনগণের পছন্দের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন। তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে সুষ্ঠভাবে ভোট প্রদান করতে পারেন সে জন্য নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় অংশ গ্রহণমূলক নির্বাচন হয় এবং জনগনের যাতে মতামতের প্রতিফলন ঘটে সেই লক্ষ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

খষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে বুধবার রাতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছ.: রোকসানা বেগম প্রমুখ।

উল্লেখ্য: ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী ৩১শে জানুয়ারি গাইবান্ধার সাদল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Back to top button